বাংলাদেশের অতিমানবেরা community
বাংলাদেশের প্রথম ফিকশনাল সুপারহিরো ইউনিভার্স
কিলিং ডিসেম্বর-৩
মুহাম্মদ রাগিব নিযাম

বাংলাদেশের প্রথম ফিকশনাল সুপারহিরো ইউনিভার্স

কিলিং ডিসেম্বর-৩

মুহাম্মদ রাগিব নিযাম

বাংলাদেশের প্রথম ফিকশনাল সুপারহিরো ইউনিভার্স
কিলিং ডিসেম্বর-৩
মুহাম্মদ রাগিব নিযাম


(thumb|left|বাংলাদেশের অতিমানবেরা এর লোগোইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন)

বাংলাদেশের অতিমানবেরা, বাংলাদেশের একটি স্বতন্ত্র্য অতিমানবীয় বা সুপারহিরো গল্প সিরিজ এবং সম্পূর্ণ স্বাধীন একটি ইউনিভার্স বা জগত যা ফিকশনাল লেখক মুহাম্মদ রাগিব নিযাম দ্বারা রচিত।

২০১৩ থেকে  এ যাবত সর্বমোট ৮০ টি স্বকীয় ধারার গল্প রাগিব লেখেন যেখানে বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে অতিমানব চরিত্রগুলো কখনো দলবদ্ধভাবে বা কখনো আলাদা চরিত্রে নিজেদের স্বমহিমায় প্রকাশ পেয়েছে। ২০২১ সাল পর্যন্ত এর আটটি সিজন লিপিবদ্ধ হয়েছে।

পটভুমি

২০১৩ সালে এজেন্ট রিশাদকে পাঠানো হয় এজেন্ট সাদিয়া, আসিফ ও আরমিন সহ একটা পাইলট মিশনে পার্বত্য চট্টগ্রাম ঠিকানায়। কিন্তু পথিমধ্যে  আখাউড়া স্টেশনে রিশাদ দেখা পায় মাটিমানবের।  মাটিমানবের সাথে মন্তাজের বিরোধে অংশ নেয় বাকি এজেন্টরা। মাটিমানব যুদ্ধে জয়ী হয় এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে রিশাদ ও তার দল চলে যায় পার্বত্য চট্টগ্রাম। সেখানে একটি অ্যান্টি ম্যাটেরিয়াল উল্কা বিস্ফোরণ হয় এবং পাইলট মিশনেরই অংশ হিসেবে রিশাদ ও তার দল আবিষ্কার করে বজ্র অতিমানবের একটি দলকে যাদের জড়ো করা মোবাইল থেকে রেশিয়েশন ব্লাস্ট হয়েই জন্ম হয় দশবজ্র টিমের।

রিশাদ তার টিমকে ঢাকা পাঠিয়ে খোজ পায় পাহাড়মানবের। চট্টগ্রাম শহরে নেমেই দুজনের সাক্ষাৎ হয় একটা পাহাড়ধ্বসের রেসকিউ অপারেশনে। পাহাড়মানব তিমূরকে আবিষ্কার করে সাথে সাথে ঢাকায় রিপোর্ট করে রিশাদ। ডিজিএফআই থেকে তাকে জানিয়ে দেয়া হয় যেনো সে পাহাড়মানব আর অতিমানবকে নিয়ে ঢাকায় চলে আসে।

এদিকে রণিন নামে এক স্কুলবালককে পেয়ে যান মেজর তালহা যার কিনা উড়ন্ত আশ্চর্য জুতো আছে। রণিনকে এজেন্টস অব ডিতে যোগ দিতে বললে রণিন রাজি হয় কিন্তু বাদ সাধে তার বাবা মা। পরে তালহা তাদের রাজি করিয়ে রণিনকে নিয়ে চলে আসেন ঢাকায়। ওদিকে এজেন্ট জাহেদকে মিশনে খুলনায় পাঠানো হলে সে আবিষ্কার করে ব্যঘ্রমানব ওরফে মেজর শরীফকে। শরীফ ঢাকায় আসলে এজেন্টস অব ডি গঠিত হয় এবং বিভিন্ন মিশনে যায় তারা। এরই মাঝখানে বের হয়ে আসতে থাকে জুজুমানব, ছায়ামানব, যন্ত্রমানব, অংগার মানব এবং রশ্মিমানব।

অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণে সন্ত্রাস ও অনৈতিক কর্মকান্ড রুখে দিতে এগিয়ে আসে অতন্দ্র প্রহরী ও রাতের প্রহরী। হাসমান ফরাজী, জাইমা ও আইমান মিলে অতন্দ্র প্রহরী এবং বিজ্ঞানী সিরাজুল ইসলাম ও রাতের প্রহরী মিশু মিলে আরেকটি দল গঠন করেন। সমসাময়িকভাবে সুপার সিক্স নামে আরেকটি দল উঠে আসে যারা কিনা আগের দুটি দলের সাথে যোগ দিয়ে গোপন সংঘ গঠন করে।

এরই মাঝখানে ডক্টর ইকবাল নামে এক কুচক্রীর উত্থান হয় যে একই সাথে আতাতায়ী সমিতি ও ছায়াসংঘ নামে দুই হন্তারক সংগঠনের নেতৃত্ব দেয়। ঘন ঘন এজেন্টস অব ডি এর সাথে সংঘর্ষ বাধায় একে জাতীয় শত্রু হিসেবে অভিহিত করে এজেন্টস অব ডি, দশবজ্র ও অতিমানবদের সমন্বয়ে গঠন করা হয় দুর্ধর্ষ সংঘ। পরে গোপন সংঘ এসে দুর্ধর্ষ সংঘে যোগ দেয়।



দল বা জোট সমূহের তালিকা

বাংলাদেশের অতিমানবেরা এর অন্তর্গত জোট সমূহের সংখ্যা ১৪টি। নিচে এদের তালিকা দেওয়া হলো।

দল বা জোটসমূহ
নাম উল্লেখযোগ্য গল্প/উপন্যাস/প্রথম আবির্ভাব
দুর্ধর্ষ সংঘ কিলিং ডিসেম্বর ১,২,৩, ৪, ৫
রেড ব্যাটেলিয়ন রেড ব্যাটেলিয়ন ১,২
প্রহরী কর্প
গোপন সংঘ ভোল, দহন, দ্য রাইভাল নাইটস
তরুণ সংঘ সূচনা
সুপার সিক্স সূচনা
দশবজ্র সূচনা, দ্বিতীয় পৃথিবী
দ্য হিডেন্স সূচনা
এজেন্টস অব ডি নকল মানুষ, অপারেশন গাজা, ব্যবধান
দ্বিতীয় পৃথিবী সূচনা, দশবজ্র
তৃতীয় পৃথিবী প্রকাশিত
স্কোয়াড ৭১ অপ্রকাশিত
বি-মিউট্যান্টস এজেন্টস অব ডি- মোহ
লীগ অব মাস্টারস প্রকাশিত
সিক্রেট এজেন্ট প্রকাশিত

চরিত্র তালিকা

চরিত্র তালিকা (২০১৩-২০১৮)
ক্রম চরিত্র ধরণ সংক্ষিপ্ত বিবরণ উল্লেখযোগ্য গল্প উল্লেখযোগ্য উপন্যাস
এজেন্ট রিশাদ স্পাই, ডিটেকটিভ জিনিয়াস লেভেল ফাইটার, সারভাইভার, হাই জাম্পার, ফাস্ট শ্যূটার, মার্শাল আর্ট এক্সপার্ট, ফাস্টার সিক্সথ সেন্স, বম্ব এক্সপার্ট, ফার্স্ট ক্লাস পাইলট নকল মানুষ ব্লাডশট ডেডস্পট
পাহাড়মানব সুপারহিরো আকৃতি বদল, উদ্ধারে সাহায্য সূচনা গল্প কিলিং ডিসেম্বর-১, ২।
.৩

রাতের প্রহরী

ভিজিলেন্টি জিনিয়াস লেভেল হ্যাকার, আর্মর ইনোভেটর, হাই জাম্পার, শাওলিন এক্সপার্ট, কুংফু এক্সপার্ট, লাঠিয়াল, গোয়েন্দা, দ্রুত আরোগ্য শক্তি, রাতের অন্ধকারে খালি চোখে দেখা সূচনা গল্প ভোল, মরণপণ
ব্যঘ্রমানব স্পাই আন আর্মড কমব্যাট, এক্সট্রিম লেভেল শ্যুটিং, গান ফাইটার, ছুরিবিদ্যা, হাই জাম্পার ব্যঘ্রমানব নকল মানুষ
কপিমাস্টার মেটাহিউম্যান সাইকিক শেপ শিফটার সূচনা গল্প রেড ব্যাটেলিয়ন
রানার মেটাহিউম্যান স্পিডস্টার সূচনা গল্প রেড ব্যাটেলিয়ন
জলমানব মেটাহিউম্যান ইনোভেটর, টেলিপ্যাথ, আন আর্মড কমব্যাট সূচনা গল্প কিলিং ডিসেম্বর-৩
দাফকান মেগা ভিলেন টেলিপ্যাথ, জীবনী শোষক, এনার্জি রিডিউস এন্ড ব্লাস্ট সূচনা গল্প কিলিং ডিসেম্বর-৩
অণুমানব মেটাহিউম্যান সকল ধরণের শক্তি (মন, নিউক্লিয়ার, সাইকিক, টেলিপ্যাথ) বা ওমনিপোটেন্স সূচনা গল্প, মৃত্যু ও পুনরুত্থান কিলিং ডিসেম্বর-৩
১০ যন্ত্রমানব মেটাহিউম্যান মেটাল টেলিপ্যাথি, অটোমেটেড আর্মস এটাচমেন্ট সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১১ রশ্মিমানব মেটাহিউম্যান কসমিক রেডিয়েশন ব্লাস্ট সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১২ ছায়ামানব মেটাহিউম্যান ব্ল্যাক হোল টেলিপোর্টেশন সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৩ জুজুমানব মেটাহিউম্যান ইনফেকশাস ক্ল সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৪ অঙ্গারমানব মেটাহিউম্যান ইনফ্লেমেবল সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৫ এজেন্ট শামীম স্পাই, ডিটেকটিভ সিক্সথ সেন্স, ইনোভেটর, বায়োটেকনোলজি গোয়েন্দার খোঁজে কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৬ এজেন্ট আরমিন স্পাই, ডিটেকটিভ জিনিয়াস লেভেল ফাইটার, সারভাইভার, হাই জাম্পার, ফাস্ট শ্যূটার, মার্শাল আর্ট এক্সপার্ট, ফাস্টার সিক্সথ সেন্স, বম্ব এক্সপার্ট, ফার্স্ট ক্লাস পাইলট সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৭

এজেন্ট আসিফ

স্পাই, ডিটেকটিভ জিনিয়াস লেভেল ফাইটার, সারভাইভার, হাই জাম্পার, ফাস্ট শ্যূটার, মার্শাল আর্ট এক্সপার্ট, ফাস্টার সিক্সথ সেন্স, বম্ব এক্সপার্ট, ফার্স্ট ক্লাস পাইলট সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৮ এজেন্ট সাদিয়া স্পাই, ডিটেকটিভ সূচনা গল্প কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
১৯ এজেন্ট রণিন স্পাই, ডিটেকটিভ জিনিয়াস লেভেল ফাইটার, সারভাইভার, হাই জাম্পার, ফাস্ট শ্যূটার, মার্শাল আর্ট এক্সপার্ট, ফাস্টার সিক্সথ সেন্স, বম্ব এক্সপার্ট, নিজে থেকে ওড়ার ক্ষমতা আশ্চর্য জুতোজোড়া কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
২০ এজেন্ট জাহেদ স্পাই, ডিটেকটিভ জিনিয়াস লেভেল ফাইটার, সারভাইভার, হাই জাম্পার, ফাস্ট শ্যূটার, মার্শাল আর্ট এক্সপার্ট, ফাস্টার সিক্সথ সেন্স, বম্ব এক্সপার্ট সূচনা গল্প (ক্ষ্যাপা ষাঁড়) কিলিং ডিসেম্বর- ১, ২, ৩
২১ জাইমা
২২ তীরন্দাজ
২৩

বুমেরাং লিটা

২৪ মেজমাস্টার
২৫ গ্র্যাভিটি মাস্টার ইব্রাহিম
২৬ মেজর বাংলাদেশ
২৭ মেজর তালহা
২৮ রানার (আবদুল হাকিম)
২৯ রানার-২ (ইরফান)
৩০ শক বজ্র- মির্জা
৩১ তাহসিব- আরথিং বজ্র
৩২ ফিমা- অদৃশ্য বজ্র
৩৩ রিজু- শীতল বজ্র
৩৪ জন- মগজ বজ্র
৩৫ বিশ্বজিৎ- ধ্বংস বজ্র
৩৬ মৃদুলা- উড়ন্ত বজ্র
৩৭ তারেক- ঝড় বজ্র
৩৮ ক্রিস্টিনা- বৃত্ত
৩৯ রিফাত- গতি বজ্র
৪০ বৃক্ষমানব
৪১ অগ্নিকন্যা
৪২ নিপুল
৪৩ ড. ইকবাল
৪৪ জলদানব
৪৫ পাগলা
৪৬ জেটস্কেটার সাব্বির
৪৭ এন্ড্রয়েড কপ রূপবান
৪৮ প্রফেসর তানভীর
৪৯ বিজ্ঞানী সিরাজ
৫০ অষ্টহন্ত
৫১ অদৃশ্যা
৫২ মেঘমানবী
৫৩ তুষার্রক
৫৪ ক্যাপ্টেন স্টিল
৫৫ অগ্নিরোষ
৫৬ ডেস্ট্রয়ার জাফর
৫৭ ডেস্ট্রয়ার বাবর
৫৮ বলারস
৫৯ কপিমাস্টার
৬০ নার্ভ মাস্টার
৬১ বাজ
৬২ মৌরানী
৬৩ কাম্পা
৬৪ সহন
৬৫ সলিম শেখ
৬৬ ধ্বংসা আইরিন
৬৭ তরঙ্গমানব
৬৮ বর্ধক
৬৯ ববি বাবুল
৭০ জিওসি তানভীর
৭১
৭২
৭৩
৭৪
৭৫
৭৬
৭৭
৭৮
৭৯
৮০
৮১
৮২
৮৩
৮৪
৮৫
৮৬
৮৭
৮৮
৮৯
৯০
৯১
৯২
৯৩
৯৪
৯৫
৯৬
৯৭
৯৮
৯৯
১০০




ক্রমানুসারে সম্পূর্ণ ইউনিভার্স

২০১৩ সালে “ব্লাডশট ডেডস্পট” দিয়ে যাত্রা শুরু হয় “বাংলাদেশের অতিমানবেরা” ইউনিভার্সের। যদিও প্রথম দিকে এর নামকরণ হয় নি। ছাড়া ছাড়া ভাবে চরিত্রগুলি বের হতে শুরু করে। শুধু “বাংলাদেশের অতিমানবেরা” দিয়েই সিরিজটি চালু হয়। একে একে ৭টি চরিত্র সে বছর প্রকাশ করা হয় নিজস্ব অরিজিন দিয়ে। পাহাড়, জুজু, মাটি, অঙ্গার, রশ্মি, ছায়া, যন্ত্র এই নামগুলোর প্রত্যেকটির নামের সাথে মানব যোগ করা হয়।

সে বছরেই “এজেন্টস অব ডি” নামে একটি সিরিজ আসে। এজেন্ট রণিনের সলো গল্প বা অরিজিনের পরেই রাগিব নিযাম আটটি গল্প প্রকাশ করেন। এজেন্টস অব ডি সিরিজের নকল মানুষ, ক্রোধ, অপারেশন গাজা উল্লেখযোগ্য। এখানে অপারেশন গাজায় অঙ্গারমানবের উপস্থিতিও দেখা গেছে।

২০১৪ সালে অল্প সংখ্যক গল্প বের হলেও(কপিমাস্টার, নার্ভমাস্টার, রানার, রেড ব্যটেলিয়ন সিরিজ) ২০১৫ তে উল্লেখযোগ্য চরিত্র যোগ হয় “বাংলাদেশের অতিমানবেরা” ইউনিভার্সে। অতন্দ্র প্রহরী, রাতের প্রহরী সে বছর প্রকাশ পায়। পরে ডিসির কিছু উল্লেখযোগ্য চরিত্র নন ক্যানন উপস্থিতি দিয়ে “দ্য রাইভাল নাইটস” নামে একটি গল্প আনেন যেখানে অতন্দ্র প্রহরী, রাতের প্রহরী, চাবুকি ও বাজের উপস্থিতি ছিলো। ক্রমানুসারে পরের বছর ২০১৫ থেকেই সকল টিম, সুপারহিরো নিয়ে মহাজোট “দুর্ধর্ষ সংঘ” এর একটি বার্ষিক একটি উপন্যাস সিরিজ রাগিব চালু করেন যার নাম কিলিং ডিসেম্বর। এই সিরিজটির এখন পর্যন্ত তিনটি প্রকাশনা মুক্তি পেয়েছে। সে বছরই দশবজ্র বা টেন ঠান্ডার সিরিজের সূচনা হয়।

২০১৬ সালে “রাতের প্রহরী”র সাথে সংযুক্ত দুটি জোটের সূচনা হয়। একটি গোপন সংঘ, আরেকটি প্রহরী কর্প। ২০১৭ সালে রানার চরিত্রটির প্রথম সংস্করণ অবলুপ্ত ঘোষণা করেন রাগিব নিযাম। এর কিছুদিনের ভেতরেই অধিক দ্রুতগতিসম্পন্ন রানার-২ এর সূচনা আনেন রেড ব্যটেলিয়ন সিরিজের একটি গল্পে। ২০১৭ সালে মুক্তি পায় কিলিং ডিসেম্বর-২ উপন্যাসটি।

২০১৮ সালে এজেন্টস অব ডি এর মোহ, জলমানব, রাতের প্রহরীর মরণপণ, গোপন সংঘের দহন, ভোল প্রকাশ পায়। এর পাশাপাশি রাগিব মাল্টিভার্সের আসার ইঙ্গিত দেন। অণুমানবের মৃত্যু হয় ও দ্বিতীয় অণুমানবের জন্ম হয় “মৃত্যু ও পুনরুত্থান” গল্পে। সাথে আসে ছায়ামানবের “ছায়াবৃত্ত” ও জুজুমানবের “আমিই জুজু” টাইটেলের গল্প।

কিলিং ডিসেম্বর-৩ বিলম্বিত করে পরের বছরে নেয়া হয়। এর সাথে ‘দ্বিতীয় পৃথিবী” নামে একটি সিরিজ ও এর সংযুক্তি হিসেবে টেন ঠান্ডার বা দশবজ্র সিরিজের গল্প আসে। রাগিব পরের বছর “তৃতীয় পৃথিবী” এর ঘোষণা দেন।

২০১৯ সালের বিশাল ১৫টি পর্বে কিলিং ডিসেম্বর-৩ প্রকাশিত হয়। রাগিবের সাড়ে ছয় বছরের সবচেয়ে বড় উপন্যাস ছিলো এটি। এখানে ভিনগ্রহের মহাখলনায়ক দাফকানকে আনা হয়। এর সাথে সাথে মৌসুম ছয়ের লোগো পালটানো হয় ও আরো তিনটি যথাক্রমে- মরচে, হিমাংশু ও নীহারিকা গল্পটি প্রকাশ করা হয়। এ বছরই কমিক আর্টিস্ট জুলকারনাইন মেহেদী ঘোষণা দেন রাগিবের সাথে কাজ করার।

লীগ অব মাস্টার্স, দ্রুতি সংঘ, রেড ব্যটেলিয়ন-৩ প্রকাশিত হয় এ বছর। এর পাশাপাশি অনেকগুলো একক চরিত্রের সূচনা হয়। রাগিব ঘোষণা দেন কিলিং ডিসেম্বর-৪ এর যা প্রতি বছর বার্ষিক উপন্যাস হিসেবে বিবেচ্য।

অর্জন

বাংলাদেশের অতিমানবেরা এ যাবত দৈনিক ভোরের কাগজের ঈদ সংখ্যা ২০১৪ ও ২০১৭ তে, দৈনিক পূর্বদেশ ঈদ সংখ্যা,  মাসিক সমধারা, নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর, অবিনশ্বর সাহিত্য পত্রিকা ও সর্বশেষ গল্পের হাট বইমেলা সংখ্যা ২০১৯ এ প্রকাশ পেয়েছে।

তথ্যসূত্র

১. সামহোয়্যারইনব্লগ

২. ফেসবুক অফিশিয়াল পেইজ

৩. অফিশিয়াল ব্লগ